প্রকাশিত: Tue, Aug 15, 2023 10:51 PM
আপডেট: Thu, Jul 3, 2025 4:58 PM

[১]পাকিস্তানের ইসলামাবাদে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোকদিবস পালিত

মাজহারুল মিচেল: [২] পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার দূতাবাসে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেন। এ ব্যাপারে তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়।

[৩] কর্মসূচির মধ্যে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর কালো পোশাক পরিধান ও কালোব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। 

[৪] এছাড়াও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দূতাবাস প্রাঙ্গনে স্থানীয় একটি মাদ্রাসার ১৫জন হাফেজের অংশগ্রহণে পবিত্র কোরআনখানীর আয়োজন করা হয়।

[৫] ওই দিন বিকেলে হাইকমিশন দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে।

[৬] এরপরে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। 

[৭] আলোচনা পর্বে বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন।

[৮] হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী তার বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদগণের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

[৯] জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নিজ নিজ অবস্থানে থেকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

[১০] আলোচনা শেষে ১৫ আগস্টের শোকাবহ ঘটনার ওপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সম্পাদনা: তারিক আল বান্না